পুলিশ এবং প্রশাসনের এর উপর জনগণের দৃষ্টিভঙ্গি - THE TAWHID
দেশের পুলিশ এবং প্রশাসনের এর উপর জনগণের দৃষ্টিভঙ্গি কেমন হবে (ভালো কিংবা খারাপ) তা নির্ভর করে দেশের সরকারের ও সরকার ব্যবস্থার ওপর জনগণ কতটা খুশি তার ওপর। যা পুলিশ সদস্য ও কর্মকর্তারা কখনোই প্রকাশ করতে পারে না‼️
পুলিশ বা প্রশাসনের নিজস্ব কোন ক্ষমতা নেই, সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু সরকারের হাতে। অর্থাৎ একটি দেশের সরকার যে রূপ হবে সেই দেশের পুলিশ এবং প্রশাসনিক ব্যবস্থাও সেই অনুসারে হবে। কেননা দেশের পুলিশ ও প্রশাসন কেবল সরকারের পুতুল (অনেকটাই সরকারের রিমোট কন্ট্রোল রোবটের মত)। দেশে তাদের নিজস্ব বক্তব্য, সিদ্ধান্ত বা ক্ষমতা বলতে কিছু নেই। সরকারের সিদ্ধান্তই তাদের মান্য করে চলতে হয়, হোক তা খারাপ কিংবা ভালো। 🥀
যদি কোনভাবে কোন সরকারের মন্দ সিদ্ধান্তগুলো পুলিশ বা প্রশাসনের ব্যক্তিবর্গরা যথাযথভাবে মেনে না চলে, তবে তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব গুলো না দিয়ে কম গুরুত্বপূর্ণ দায়িত্ব গুলোতে বদলি করে দেওয়া হয়, তিরস্কার করা হয়, এমনকি কখনো কখনো আদেশ না মানার জন্য শাস্তি প্রদান করা হয়। অন্যদিকে যে সকল পুলিশ কর্মকর্তারা সরকারের ভালো-মন্দ বিচার না করে, চোখ মুখ বন্ধ করে, সরকারের দাসত্ব বরণ করে ভবিষ্যতে তার ক্যারিয়ারের কথা চিন্তা করে, কেবল তাদেরকে সরকার সুনজরে দেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং দ্রুত প্রমোশন দিয়ে থাকে। 🍁
তাই যখন দেখবেন দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে যথাযথ সেবা পাচ্ছে, তখন বুঝে নিবেন দেশে যে সরকার বিরাজমান সেটি জনগণের জন্য কল্যাণকর।
অন্যথায় যদি কোন সরকারের আমলে দেখতে পান যে পুলিশ বা প্রশাসনের মাধ্যমে জনগণ যথাযথভাবে সেবা পাচ্ছে না বরং শোষিত ও নির্যাতিত হচ্ছে, এবং পুলিশ স্বেচ্ছাচারী আচরণ করছে, তখন বুঝে নিবেন এসব সকল কিছু সরকারের ইচ্ছাতেই হচ্ছে। ধন্যবাদ। 🌺


No comments