আল্লাহ যেন দুচোখে সেই সুদৃশ্য দেখার তৌফিক দান করেন। আমিন। 🌺

প্রতিবার দেশ শাসনের দায়িত্ব পায় হয় ইয়াজুজ না হয় মাজুজ। আর কিছু মানুষ ইসলাম শান্তি, ইসলাম শান্তি বলে ঘুমায়। আর এর ই মাঝে জনসাধারণ তাই সারাজীবন ই ভোগান্তিতে থাকে।
তোমরা (৫২ থেকে ২৪) সাধারণ ছাত্রদের অভ্যুত্থান দেখেছো। কখনো কি তাওহীদ পন্থীদের অভ্যুত্থান দেখেছো? সেই দিন ইয়াজুজ, মাজুজ শাসকেরা কোথায় যাবে? বেঁচে থাকতে আল্লাহ যেন দুচোখে সেই সুদৃশ্য দেখার তৌফিক দান করেন। আমিন। 🌺

No comments

Theme images by follow777. Powered by Blogger.