নিজ গ্রামের স্মৃতি গুলো খুব মনে পরে। 🥀 THE TAWHID

প্রায়ই মনে হয়, আগের দিনগুলোই ভালো ছিল। কিন্তু এই অনুভূতি আমাদের সারাজীবন ধরেই থাকে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, সমস্যা জর্জরিত দিনগুলো বাদে, আমাদের পুরো জীবনটাই আসলে অনেক সুন্দর। এই কারণেই হয়তো আমাদের জীবনে এমন অনুভূতির জন্ম হয়। আল্লাহর দেওয়া জীবনের প্রতিটি মুহূর্তই সুন্দর, শুধু ধরন গুলো হয় ভিন্ন। 🌺

যাই হোক, নিজ গ্রামের আগের দিনের স্মৃতি গুলো খুব মনে পরে। ছোটবেলায়, প্রতি বছর বার্ষিক পরীক্ষা শেষে শীতকাল এলেই অপেক্ষা করতাম, কবে পরিবারের সাথে গ্রামে যাবো। শীত তার আপন গতিতেই প্রতিবছর আসে, কিন্তু স্কুল জীবনের সেই বার্ষিক পরীক্ষা আর ফিরে আসে না। দাদী চলে যাওয়ার পর, আগের মতো প্রতি বছর পরিবারের সাথে গ্রামে যাওয়াও তেমন একটা হয় না। গ্রামের অনেকেই এখন ঢাকায় চলে এসেছে, তাই সম্পর্কের অনেক কাছের মানুষ আর গ্রামে থাকে না। বড় কাকা নেই, দাদী নেই, আর গ্রামের সেই পরিচিত উঠানটাও এখন আর কোলাহল থাকে না। খুব মনে পড়ে সেই দিনগুলো, যখন প্রতি বছর পরিবারের সকলে একত্রে গ্রামে আসলে সবার সাথে দেখা হতো। সময় কত দ্রুতই বদলে যায়! 🥀

- TheTawhid

No comments

Theme images by follow777. Powered by Blogger.