ছোট্ট জীবনে আমার উপলব্ধি 🍀 - The Tawhid

আমার ছোট্ট জীবনে আমি উপলব্ধি করেছি, ঘরে, বাহিরে ও সমাজের সর্বত্র যারা নিজেদের চারপাশের প্রতিটি বিষয়ের সম্পর্কে সচেতন, যেকোনো পরিস্থিতি সহজেই বুঝতে সক্ষম, স্বাধীনভাবে নিজস্ব মত প্রকাশ করতে ভালোবাসে, নিজের অধিকার সম্পর্কে সজাগ, যাদের বোকা বানানো কঠিন এবং সহজে ডমিনেট করা যায় না— সমাজের বেশিরভাগ মানুষ সাধারণত তাদের পছন্দ করে না। ভালো মানুষ হলেও অধিকাংশের পছন্দের তালিকায় তারা থাকতে পারে না। 🍀

- TheTawhid #thetawhid



No comments

Theme images by follow777. Powered by Blogger.