আমরা কোন ধর্ষণের ঘটনা শুনতে চাই না, ধর্ষকদের শাস্তির ঘটনা শুনতে চাই - The Tawhid

 


আমরা কোন ধর্ষণের ঘটনা শুনতে চাই না, দয়া করে ধর্ষকদের শাস্তির ঘটনা শুনতে চাই। দেশে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটছে তা শুনতে শুনতে এদেশের মানুষ ক্লান্ত ও আতঙ্কিত।

যত বেশি ধর্ষণের ঘটনা শোনা যাচ্ছে ধর্ষকদের সাহস বৃদ্ধি পাচ্ছে, কেননা তারা বুঝতে পারছে ধর্ষণ হলে তার বিচারের দৌড় কেবল সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত আবদ্ধ থাকে। দয়া করে ধর্ষকদের অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে প্রচার করার ব্যবস্থা করুন। যা দেখে ধর্ষকদের মনে ভয় ঢুকে, অন্যথায় এ সকল চলমান ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারলে এর দায়ভার গ্রহণ করুন। প্লিজ ডু সামথিং টু স্টপ ইট!!!
আজ অনলাইনে এ সকল ঘটনা চোখের সামনে ভেসে বেড়াচ্ছে আগামীকাল এ সকল ঘটনা আপনার আমার আশেপাশের কারো সাথেই হয়তো ঘটতে পারে! দয়া করে সতর্ক হোন, আওয়াজ তুলুন, এভাবে সুস্থ কোন সভ্যতা চলতে পারে না!
Remember, if the administration cannot do it, we will have to ensure our own security. Thank you.
TheTawhid #thetawhid

No comments

Theme images by follow777. Powered by Blogger.