আনন্দ বনাম কষ্ট বনাম সংগ্রাম | Joy VS Sorrow VS Struggle - THE TAWHID
● আনন্দ মানুষকে দুর্বল করে।
● দুর্বল মানুষেরা কঠিন সময় অতিবাহিত করে।
● কঠিন ও কষ্টকর সময় মানুষকে শক্তিশালীতে রূপান্তরিত করে।
● শক্তিশালী মানুষ পুনরায় অনুকূল পরিবেশ তৈরি করে।
● অনুকূল পরিবেশ পুনরায় মানুষকে আনন্দ দেয়।
● এবং আনন্দ পুনরায় মানুষকে দুর্বল করা শুরু করে।
এটি প্রকৃতির একটি চেইন সিস্টেম। তাই এই চেইনের বলয় থেকে বের হতে হলে সর্বদাই জীবনকে সংগ্রাম হিসেবে দেখতে হবে এবং সারা জীবন এ সংগ্রাম চলমান রাখতে হবে। এতে করে আপনি হয়তো অনেক ভালো এবং ফলপ্রসূ চাওয়া পাওয়া পূরণ করে জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন যা আপনাকে সুখী করবে তবে একই সাথে মনে রাখতে হবে সেই আনন্দ গুলোতে নিজেকে কখনোই মত্ত রাখা যাবে না❗
আনন্দের সময় গুলোতেও জীবনের সংগ্রাম চলমান রাখতে হবে। তবে আপনার সারাটি জীবন আনন্দের পাশাপাশি কিছুটা কষ্ট ও কিছুটা সংগ্রামের ভেতর দিয়ে পরিচালিত হলেও জীবনে কখনোই আপনি দুর্বল হয়ে অত্যান্ত খারাপ পরিস্থিতিতে পতিত হবেন না। যা আপনাকে আজীবন শক্তিশালী হয়ে বেঁচে থাকার সামর্থ যোগাবে। 🪽
আমাদের মনে রাখতে হবে, উঁচু আকাশে সৌভাগ্যের হোমা পাখি তার নিজস্ব শক্তিতেই আকাশের সাথে যুক্ত থাকে। বাজ পাখির চিন্তায় সে কখনোই আবদ্ধ থাকে না। 🌺
-------------------------------------------------------[IN ENGLISH]
● Joy makes people weak.
● Weak people go through tough times.
● Tough and challenging times transform people into stronger individuals.
● Strong people rebuild favorable circumstances.
● Favorable circumstances bring joy once again.
● And joy starts making people weak once more.
This is a natural chain system. To break free from this cycle, life must always be viewed as a journey of struggle, and that struggle must continue throughout life. Through this, you may achieve many great and fruitful desires, bringing you happiness. However, it’s crucial to remember not to get lost in those moments of joy. ❗
Even during times of happiness, the journey of struggle must persist. In doing so, your life may progress with a blend of joy, sorrow, and struggle, but you will never fall weak into the depths of severe hardships. This will empower you to live strong and resilient forever. 🪽
We must remember, the fortune-bearing phoenix in the high skies remains connected to the heavens by its own strength. It is never confined by thoughts of the hawk. 🌺
- TheTawhid


No comments