ফার্স্ট ওয়ার্ল্ড বানাম আমাদের দেশ - THE TAWHID
ফার্স্ট ওয়ার্ল্ডের উন্নত দেশের শিক্ষার্থীরা রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেস স্টেশন, মেডিকেল, সাইন্স, টেকনোলজি, আর্কিটেকচার ইত্যাদি নিয়ে পড়াশোনাতে ব্যস্ত। অন্যদিকে আমাদের দেশে ৫ / ১০ বছরের বাচ্চা শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধ সবার মুখে একই কথা, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই।আর যারা এদেশে এসব ঝামেলা পূর্ণ জীবন থেকে নিজেকে আড়াল করে নিজের মত যথাযথ জ্ঞান আরোহন করে তারা সুযোগসন্ধানে ফাস্ট ওয়ার্ল্ডের উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষা অর্জনে পাড়ি জমায় এবং ঝামেলা বিহীন শান্তিপূর্ণ জীবন যাপন করে উন্নত দেশগুলোর উন্নতিতে ভূমিকা পালন করে। যদিও তারা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে আমাদের দেশেও অর্থনীতিতে ভূমিকা পালন করে তবে ব্রেইন ড্রেইন এর মাধ্যমে মেধা পাচার হয়ে আমাদের এই দেশটি সারা জীবন আন্ডার ডেভেলপমেন্ট এর ভেতর রয়ে যায়। যেখানে ২৪/৭ সকলেই দেশের কথা বলে নিজ স্বার্থে সর্বদাই আন্দোলনে নিজেদের মত্ত রাখে এবং ভোগান্তিতে থাকে সাধারণ জনগণ।
- TheTawhid #thetawhid

No comments