আলেমদের মতামতকে যাচাই-বাছাই আবশ্যক! - THE TAWHID

কুরআন ও হাদিস জানার ক্ষেত্রে আমরা প্রায় ই অনেক ইসলামিক বক্তাদের অনুসরণ করি। তবে কেবলমাত্র নির্দিষ্ট একটি বা দুইটি ধর্মীয় বক্তাকে অন্ধভাবে অনুসরণ না করে অধিকাংশ হক আলেমদের বক্তব্য যাচাই এর মাধ্যমে অনুসরণ করা যথার্থ।

কেননা ধর্মীয় বক্তাদের ভেতর অনেকেই তাদের ভক্তদের ইসলামের কথা বলার পাশাপাশি নিজ স্বার্থে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এবং কারা ইসলামের কথা বলার পাশাপাশি তার নিজ স্বার্থে আমাদের নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এটি আমাদের অনেকেই অনুধাবন করতে না পেরে কেবল ইসলামের কথা শুনেই নির্দ্বিধায় এই সকল বক্তা দ্বারা নিয়ন্ত্রিত হই।

তাই সর্বোত্তম পন্থা হলো আমরা যদি অধিকাংশ হক আলেমদের মতামতকে যাচাই-বাছাই করে গ্রহণ করি, তবে কোন নির্দিষ্ট বক্তা তাদের নিজ স্বার্থে আমাদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং একই সাথে কে হক পথে রয়েছে বা কে সত্যের সাথে রয়েছে তা আমরা উপলব্ধি করে কোন ব্যক্তির আদর্শকে ধারণ না করে কেবলই সত্যিকারের ইসলামিক আদর্শের পথে নিজেদের প্রতিষ্ঠিত থাকতে সক্ষম হবো। আল্লাহ আমাদের সকলকে ব্যক্তির আদর্শের ঊর্ধ্বে কেবল এবং কেবলই সত্য ইসলামিক আদর্শ ধারণ করার তৌফিক দান করুক, আমিন।
TheTawhid #thetawhid

No comments

Theme images by follow777. Powered by Blogger.