তুমি নবীন, তোমাকে স্বাগতম! - THE TAWHID

 তুমি নবীন, তোমাকে স্বাগতম!

আজ তুমি তোমার এ অবস্থান বা আসন গ্রহণ করলে। তবে কখনো ভুলে যেও না, যে কেদারা, আসন, বা অবস্থান তুমি আজ উপভোগ করছো, সেখানে একসময় আরও হাজারো প্রবীণ তাদের জীবনের সেরা মুহূর্তগুলো উপভোগ করেছে—তোমার মতো কিংবা তার চেয়েও বেশি। তারা সকলেই অতীতে একে একে বিদায় নিয়েছে তাদের অবস্থান হতে। তুমি নিজেও সেই একই পথেরই পথিক।

তাই মনে রেখো, তোমাকেও তোমার পূর্ববর্তীদের মতো এই উপভোগ্য আসন থেকে একদিন বিদায় নিতে হবে।

যে কেদারা বা অবস্থানে আজ তুমি অবস্থান করছো, তা নিয়ে কখনো দাম্ভিকতা প্রদর্শন করো না। কারণ, এই আসন বা অবস্থান তুমি অর্জন করলেও এটি তোমার কেনা কোনো সম্পত্তি নয়। এটি কেবলমাত্র সীমিত সময়ের জন্য তোমার ওপর অর্পিত একটি দায়িত্ব বা আল্লাহর করুণা।

চাইলে তুমি তোমার এই সীমিত সময়ের অবস্থান ও শক্তির অপব্যবহার করতে পারো। কিন্তু মনে রেখো, প্রকৃতি কখনোই তোমাকে ছেড়ে দেবে না। এর জন্য তোমাকে দ্বিগুণ মূল্য দিয়েই এ অবস্থান হতে বিদায় নিতে হবে।

আরো মনে রেখো, জীবনে অর্জিত সকল উপার্জন আস্বাদন করে পৃথিবী থেকে চলে যাওয়া তোমার পক্ষে কখনোই সম্ভব নয়। আজ তোমার যা কিছু রয়েছে কাল অবশ্যই তা সাদা কালো স্মৃতিতে পরিণত হবে। তাই তোমার এ আসন ও অবস্থানের যথাযথ ব্যবহার করো, যাতে এর সফলতা ও ফলাফল তুমি পরকালেও উপভোগ করতে পারো।। 🌺

#TheTawhid

No comments

Theme images by follow777. Powered by Blogger.