❝ আগেই ভালো ছিলাম ❞ - THE TAWHID

 ❝ আগেই ভালো ছিলাম ❞

গণতন্ত্র সভ্য ও উন্নত জনগণের জন্য কার্যকর একটি শাসনতন্ত্র হতে পারে। তবে অউন্নত এবং অসভ্য জনগণের জন্য এটি সবসময় সঠিক শাসনতন্ত্র হিসেবে কার্যকর নয়।

উদাহরণ হিসেবে আমেরিকার ২০১৬ এবং ২০২৪ সালের নির্বাচনের কথা বলা যায়:
● ২০১৬ সালে, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটিক প্রার্থি হিলারি ক্লিনটনকে পরাজিত করেন। ফল ঘোষণার পর, হিলারি ক্লিনটন তাকে স্বাগত জানান।
● ২০২৪ সালে, ডোনাল্ড ট্রাম্প আবারো নির্বাচিত হন, এবার জো বাইডেনকে পরাজিত করে। বাইডেনও তাকে স্বাগত জানান।
কিন্তু আমাদের দেশে এর উল্টো চিত্র দেখা যায়। কোনো নির্বাচনের ফলাফল বিপক্ষ দল মেনে নেয় না। বরং নির্বাচনের পরদিনই দেখা যায় হরতাল, আন্দোলন, কিংবা এক দলের অপর দলকে দমন করার চেষ্টা।

● শোষণের ইতিহাস
এ দেশকে শোষণ করেছে ব্রিটিশরা, শোষণ করেছে পাকিস্তানিরা। স্বাধীনতার পরেও শোষণ থেমে থাকেনি; এরপর শোষণকারী হিসেবে আবির্ভাব হয়েছে নিজেদের মানুষরাই। এমন একটি দেশে গণতন্ত্র কখনোই সমৃদ্ধি আনতে পারে না। ইতিহাস সাক্ষী।
১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেননি। তারা লড়াই করেছিলেন অত্যাচার, জুলুম এবং দাসত্ব থেকে মুক্তির জন্য। একটু ভাবুন, যদি পাকিস্তানিরা এই অঞ্চল শাসন করতো কিন্তু জনগণকে কোনো কষ্ট না দিত, এবং সকল চাওয়া পাওয়া পূর্ণ করতো তবে কি বাংলার মানুষ এত সহজে অস্ত্র তুলে নিত? পাকিস্তানিরা সেই সময় যদি বাঙালির খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চাহিদা সহ সকল ক্ষেত্রে বৈষম্য না করতো, শোষণ না করতো তবে কি বাঙালিরা পাকিস্তানিরা বিরুদ্ধে এত সহজেই অস্ত্র তুলে নিত? কখনোই না! বরং তখন দেশের মানুষ আরো নিজ উদ্যোগে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাইতো যাতে তাদের শাসন বহাল থাকে। এবং তাহলে এতদিনে এই দেশটা কখনোই বাংলাদেশে পরিণত হতো না বরং পাকিস্তানের অংশবিশেষ হয়ে থাকতো, যেটি বাস্তবতায় ঘটেনি।

● জনসাধারণের চাওয়া
বেশিরভাগ জনসাধারণ শাসনতন্ত্র বোঝে না। তারা বোঝে শুধু শান্তি। যেই শাসনতন্ত্র বা নেতৃত্ব তাদের শান্তি দিতে পারে, সেটিকেই তারা স্বাগত জানায়। এবং একই সাথে এ প্রক্রিয়া চলমান থাকবে। এবং প্রতিবারই পরাজিত সরকারের প্রতি জনগনের সহানুভূতি কাজ করবে এবং যে সরকার শাসনভারে থাকবে তাকে গদি থেকে নামানোর জন্য পায়তারা করবে।
যতদিন মানুষ এই সত্যটি উপলব্ধি না করবে, ততদিন হাজারবার সরকার পরিবর্তন হবে। কিন্তু মানুষের মনে শান্তি বিরাজমান হবে না এবং সরকার রদবদলের পর দেশের মানুষ প্রতিবারই বলবে ❝আগেই ভালো ছিলাম❞।
দয়া করে আমার এই কথাটি ভবিষ্যতের জন্য মনে রাখবেন এবং প্রতিবারই সরকার বদলের পর আমার এই কথাটি মিলিয়ে নিবেন।

TheTawhid #thetawhid

No comments

Theme images by follow777. Powered by Blogger.