এই বঙ্গ ভূমি বড়ই বৈচিত্র্যময়! ভেবে দেখুন 💭 - THE TAWHID

 



এই বঙ্গ ভূমি বড়ই বৈচিত্র্যময়! ভেবে দেখুন 💭

এই ভূমিতে যেমন নবাব সিরাজউদ্দৌলা সুবিধা করতে পারেননি, তেমনি মীরজাফরও সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর খুব বেশি দিন সুবিধা করতে পারেননি। এমনকি এই মাটিতে ব্রিটিশরাও বেশি দিন সুবিধা করতে পারেনি।
➢ এই ভূখণ্ডে এ. কে. ফজলুল হক কিংবা মওলানা ভাসানীর মতো নেতারাও যেমন স্থায়ীভাবে সুবিধা করতে পারেননি, আবার রাজাকার কিংবা পাকিস্তানি হানাদার বাহিনীরাও এদেশে সুবিধাজনক অবস্থানে বেশি দিন টিকতে পারেনি।
➢ এই দেশকে শেখ মুজিবুর রহমান স্বাধীন করলেও যেমন পুরোপুরি মুক্ত করতে পারেননি আবার তাঁকে হত্যা করেও খন্দকার মোশতাক বা মেজর ডালিমরাও এ ভূমিতে সুবিধা করতে পারেনি।
➢ এই মাটিতে জিয়াউর রহমান অনেক উন্নয়ন করলেও, শেষ পর্যন্ত তাকেও যেমন শেখ মুজিবুর রহমানের মতো গুপ্তহত্যার শিকার হতে হয়েছে অন্যদিকে হুসেইন মুহম্মদ এরশাদও কিন্তু এই ভূখণ্ডে একই ভাবে খুব বেশিকাল সুবিধা করতে পারেনি।
══════════════════════
এ ভূমিতে রাজনীতি নিয়ে ভাবার মানুষের অভাব নেই, তারা ভাবুক, মারামারি করুক, কাদা ছোড়াছুঁড়ি করুক। আপনি যদি রাজনৈতিক কোন ব্যক্তিত্ব না হোন তাদেরকে তাদের মত ছেড়ে দিন। আর আপনি যদি রাজনীতি নিয়ে চিন্তা করেন এবং ভালো মানুষ হন তবে কেবল "সত্যকে" অনুসরণ করুন, "সত্যের" জয় হবার অপেক্ষা করুন বা সাহায্য করুন। কোন দল বা তথাকথিত নেতাকে নয়। নিজেকে গড়ে তুলুন, স্কিল ডেভেলপ করুন, প্রযুক্তি শিখুন, পড়াশোনা করুন, ব্যবসার জ্ঞান অর্জন করুন। দেখবেন, সারাজীবন মানসিক শান্তিতে থাকবেন।
অন্যদিকে যদি আপনি ক্ষমতালোভী হন কিংবা পক্ষপাতদুষ্ট হন, তাহলে যেকোনো একটি তথাকথিত দল বা নেতাকে বেছে রাজনীতি শুরু করুন, ক্ষমতার জন্য লড়ুন, সেই ক্ষমতা অপব্যবহার করে কামাই রোজগার করুন, যেভাবে সবাই করে ঠিক সেভাবেই। কিছুকাল গলায় দিবেন ফুলের মালা বাকি সময় জুতার মালা আর হাতে হাতকড়া।
তবে আজ যতই শক্তিশালী হন আপনি, আপনার দল বা ক্ষমতা কোনটি ই এই ভূমিতে খুব বেশিকাল স্থায়ী হবে না বা সুবিধা করতে পারবে না, ইতিহাস সাক্ষী।
চূড়ান্ত জয় হবে কেবল "সত্যের" যেদিন তা প্রকাশিত হবে। এবং সেদিন সকলেই আবারো বলবে ❝আর বল, 'সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই।❞ - সূরা বনী-ইসরাঈল ৮১। ── ✿

No comments

Theme images by follow777. Powered by Blogger.