❝যারা আমার দেয়া ট্যাংক নিয়ে যুদ্ধ করে বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলল সেই বাঙালিকে আর বিশ্বাস করা যায় না।❞ - মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ার সাদাত
➤ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদা প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি কখনো নেতৃত্বে না থাকেন তাহলে আপনার স্থলে কাকে দায়িত্ব দেওয়া যেতে পারে? বঙ্গবন্ধু সেদিন উত্তর দিয়েছিলেন "খন্দকার মোস্তাক আহমদ"।
➤ বঙ্গবন্ধুকে একদা সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আপনি যদি কখনো না থাকেন আপনার পরিবারের দায়িত্ব ভার কাকে দিবেন? বঙ্গবন্ধু সেদিন উত্তর দিয়েছিলেন "খন্দকার মোস্তাক আহমদ"।
➤ বঙ্গবন্ধুর বাবা মারা যাবার পর যে মানুষটি অঝোরে কান্না করেছিল এবং বঙ্গবন্ধুর বাবার কবরে নেমে বঙ্গবন্ধুর সাথে মৃতদেহটি মাটিতে রেখেছিল তিনি "খন্দকার মোস্তাক আহমদ"।
➤ বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের উকিল বাবার নাম ছিল "খন্দকার মোস্তাক আহমদ"।
➤ ১৯৭৫ সালের ১৪ই আগস্ট দুপুরবেলা যার বাড়ি থেকে রান্না করা খাবার এনে বঙ্গবন্ধুকে একসাথে টেবিলে বসিয়ে মুখে খাবার তুলে দিয়েছিল তিনি ছিলেন "খন্দকার মোস্তাক আহমদ"।
➤ এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যার নেতৃত্বে ধানমন্ডির ৩২ নং রোডের ৬৭৭ নং বাসায় বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয় তিনিও ছিলেন সেই একই ব্যক্তি - "খন্দকার মোস্তাক আহমদ"।
══════════════════════════════
১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে এমন বেইমানির কথা শুনে কিউবার প্রেসিডেন্ট ফিদেল কেস্ত্রো সেদিন বলেছিলেন,
❝আমি হিমালয় দেখিনি তবে বঙ্গবন্ধুকে দেখেছি, যার মন প্রাণ ছিল হিমালয়ের মত উদার।❞
১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে এমন বেইমানির কথা শুনে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ার সাদাত সেদিন বলেছিলেন,
❝যারা আমার দেয়া ট্যাংক নিয়ে যুদ্ধ করে বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলল সেই বাঙালিকে আর বিশ্বাস করা যায় না।❞
❍ শিক্ষা: শত্রুর সাথে লড়াই করে টিকে থাকা যত সহজ, মুনাফিক বা বেইমানের সাথে লড়াই করে টিকে থাকা তত সহজ নয়।
See less


No comments