স্মৃতির পাতা থেকে — কুমিল্লা ভ্রমণের দিনগুলো
সুবিশাল প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ধ্বংসাবশেষ শালবন বিহার, তার পাশে বিশাল শালবন বৌদ্ধ মন্দির, সাথে জাদুঘর, আর একটু এগোলেই চোখধাঁধানো ম্যাজিক প্যারাডাইস পার্ক, আর সেখান থেকে ২৫-৩৫ মিনিটের পথেই বাংলাদেশ-ইন্ডিয়া সীমান্ত!
একদিনেই সকাল থেকে সন্ধ্যা — এতগুলো জায়গা দেখে ফেলেছিলাম। মূলত একটি ভিডিও প্রজেক্টের জন্যই যাওয়া হয়েছিল, তবে তার পাশাপাশি দারুণ একটি অভিজ্ঞতা হয়ে গিয়েছিল পুরোটা সফর। বিস্তারিত ভ্রমণের স্মৃতি
https://shorturl.at/dfMjZ
সকলের সঙ্গে সত্যিই একটি স্মরণীয় দিন কেটেছিল। এক অসাধারণ ভ্রমণ উপভোগ করেছিলাম সবার সঙ্গে। সত্যিই দারুণ লেগেছিল কুমিল্লা। 


No comments