আমরা না হতে পারলাম উন্নত, না হতে পারলাম নিজেদের ভেতর ঐক্য ধরে রাখার মতো যথেষ্ট সভ্য -THE TAWHID
অপরপক্ষে, যে জাতি মতভেদকে সহনশীলতা ও প্রজ্ঞার আলোকে প্রশমিত করতে জানে, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতার মাধ্যমে ঐক্যের ভিত গড়ে তোলে, তারা ক্রমেই উন্নয়ন, মর্যাদা ও গৌরবের শিখরে পৌঁছে। তারা পৃথিবীর বুকে এক উজ্জ্বল জাতিগত ইতিহাস রচনা করে, যা পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকে। 
উন্নত রাষ্ট্র গড়তে অর্থ লাগে, সম্পদ লাগে, জ্ঞান ও প্রযুক্তি লাগে, কিন্তু এক সভ্য রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে নৈতিক ও আদর্শবান চরিত্রের অধিকারী নাগরিক ও নেতৃত্ব। এই একটিমাত্র ভিত্তির ওপর দাঁড়িয়ে একটি জাতি সভ্যতার মর্যাদায় সমুজ্জ্বল হতে পারে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সবকিছুর পরও, এই আধুনিক দুনিয়ায় আজও আমরা না হতে পারলাম উন্নত, না হতে পারলাম নিজেদের ভেতর ঐক্য ধরে রাখার মতো যথেষ্ট সভ্য। 


No comments