আমরা না হতে পারলাম উন্নত, না হতে পারলাম নিজেদের ভেতর ঐক্য ধরে রাখার মতো যথেষ্ট সভ্য -THE TAWHID

যে জাতির অভ্যন্তরে ঐক্যের ঘাটতি থাকে, যেখানে আদর্শিক দ্বন্দ্ব হিংসা-বিদ্বেষে রূপ নেয় এবং স্বার্থান্ধতার কারণে জাতির মানুষ নিজেরাই একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয়, সে জাতি ধীরে ধীরে পতনের অন্ধকারে নিমজ্জিত হয়। শেষ পরিণতিতে, নিজেদের মধ্যকার বিভাজনই তাদের আত্মধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। 🍂
অপরপক্ষে, যে জাতি মতভেদকে সহনশীলতা ও প্রজ্ঞার আলোকে প্রশমিত করতে জানে, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতার মাধ্যমে ঐক্যের ভিত গড়ে তোলে, তারা ক্রমেই উন্নয়ন, মর্যাদা ও গৌরবের শিখরে পৌঁছে। তারা পৃথিবীর বুকে এক উজ্জ্বল জাতিগত ইতিহাস রচনা করে, যা পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকে। 🌱
উন্নত রাষ্ট্র গড়তে অর্থ লাগে, সম্পদ লাগে, জ্ঞান ও প্রযুক্তি লাগে, কিন্তু এক সভ্য রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে নৈতিক ও আদর্শবান চরিত্রের অধিকারী নাগরিক ও নেতৃত্ব। এই একটিমাত্র ভিত্তির ওপর দাঁড়িয়ে একটি জাতি সভ্যতার মর্যাদায় সমুজ্জ্বল হতে পারে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সবকিছুর পরও, এই আধুনিক দুনিয়ায় আজও আমরা না হতে পারলাম উন্নত, না হতে পারলাম নিজেদের ভেতর ঐক্য ধরে রাখার মতো যথেষ্ট সভ্য। 🥀

 

No comments

Theme images by follow777. Powered by Blogger.